শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

বিজ্ঞানের জন্য ভালোবাসা

মুহম্মদ জাফর ইকবাল


বিজ্ঞানের চেয়ে মজার বিষয় পৃথিবীতে কি আছে? কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা স্কুল-কলেজে আর বিজ্ঞান পড়তে চাইছে না। এটা রীতিমতো  অবিশ্বাস্য ব্যাপার কিন্তু পরিসংখ্যান তা-ই বলে। আমরা যখন বিষয়টা বোঝার চেষ্টা করছি সঙ্গে সঙ্গে কারণটা খুঁজে পেয়েছি-দোষটা আমাদের ।

আমরা বিজ্ঞান পড়ার বিষয়টা এত আনন্দহীন করে ফেলেছি যে যাদের মনে একটুখানি সন্দেহ আছে যে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না, তারা আর কষ্ট করে বিজ্ঞান পড়তে চাইছে না।

বিজ্ঞান পড়তে কষ্ট নেই, বিজ্ঞান পড়তে আনন্দ, বিজ্ঞান করতেও আনন্দ’ আমার যদি দেশের বাচ্চাদের ভেতর এই বিশ্বাসটি ফিরিয়ে দিতে না পারি তাহলে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারব না। সে জন্য এই বিজ্ঞান কংগ্রেস ।

সারা দেশ থেকে ছোট ছোট বিজ্ঞানী এসেছিল, আমরা তাদের কথা শুনলাম, তাদের পরামর্শ শুনলাম, এখন  দেশে শুরু করা দরকার নতুন একটা আন্দোলন-সেই

আন্দোলন হবে ভালোবাসার আন্দোলন, বিজ্ঞানের জন্য ভালোবাসা।



লেখক

সভাপতি, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি