আবারো অন্যরকম বিজ্ঞান কংগ্রেস

মুশফিকুর রহমান প্রিয়

১০ জানুয়ারি ২০২২

বিশ্বের ১৮৫ টি উন্নয়নশীল ও উন্নত দেশে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সাল থেকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সময় পার করছি আমরা সবাই। ফলে আমরা আমাদের জীবনযাপনকে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছি। কংগ্রেসও ২০২০ সাল থেকে নতুনভাবে অনলাইনে হচ্ছে।


এবছর ২ জুলাই থেকে কংগ্রেসের রেজিস্ট্রেশন শুরু হয়েছিলো। শুরুতে আমরা সবাই ভেবেছিলাম কংগ্রেস অনলাইনেই হবে। সেই ভাবেই কাজ এগুচ্ছিলো। শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক কোন ক্যাম্প, কর্মশালা না হওয়ায় মানসম্মত গবেষণা জমা পরছিল না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনলাইনে মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালার প্রথম আয়োজন সম্পন্ন করলাম। শিক্ষার্থীদের জমা হওয়া ধারনাপত্রের মান উন্নত করার জন্য ধারনাপত্র লেখা নিয়ে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠান আয়োজন করলাম। কিন্তু তাতেও আমরা মানসম্পন্ন গবেষণা পাচ্ছিলাম না।


অক্টোবরের শুরুতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ কমে যাওয়ায় আমরা আশার আলো দেখতে পাই। তখন সরাসরি কংগ্রেসের প্রস্তুতিমূলক কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প আয়োজন করেছি ঢাকার ডেমরায় এবং সিলেটের হবিগঞ্জে। মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালার দ্বিতীয় আয়োজন সম্পন্ন করেছি নারায়ণগঞ্জে। এরপর আমরা কিছু মানসম্পন্ন গবেষণা পাওয়া শুরু করলাম। কিন্তু সংখ্যার দিক থেকে চিন্তা করলে সেটাও আশানুরূপ নয়।


আমরা সিদ্ধান্ত নিলাম ২৩-২৪ ডিসেম্বর সরাসরি ভ্যেনুতে আয়োজিত হবে এবারের কংগ্রেস। ভ্যেনু ঠিক হলো ঢাকার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সে অনুযায়ী ঘোষণা দেওয়া হল এবং শিক্ষার্থীদের বলা হল তাদের গবেষণা পুরোটা শেষ করে কংগ্রেসের দিন ভ্যেনুতে নিয়ে আসতে। আমরা খুবই চিন্তিত ছিলাম কেমন করে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু সম্পন্ন হবে এবং এই মহামারীর সময়ে শিক্ষার্থীরা সরাসরি আসতে আগ্রহী হবে কিনা। কিন্তু যখন আমরা জরিপের জন্য সকল নির্বাচিত শিক্ষার্থীদেরকে ফোন করলাম, তখন বুঝতে পারলাম এই সময়েও সরাসরি কংগ্রেসে শিক্ষার্থীরা এসে অংশগ্রহণ করতে আগ্রহী। তাই সব দ্বিধা পেছনে ফেলে আমরা সরাসরি কংগ্রেস আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করলাম।


কিন্তু ডিসেম্বরেও শুরুতে করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে আমাদের আবার অনলাইনে কংগ্রেস করার সিদ্ধান্ত নিতে হলো। কংগ্রেসের তারিখ ঠিক করা হলো ২৭-২৮ ডিসেম্বর ২০২১। ১৭-২৪ তারিখ পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা তাদের গবেষণা আমাদের কাছে প্রি-জাজমেন্টের জন্য জমা দিয়েছে।


২৭-২৮ ডিসেম্বর কংগ্রেসের দুই দিন জামাল নজরুল ইসলাম, এ. আর. খান এবং হরিপদ কাপালি এই তিনটি জুম লাউঞ্জে তথ্য প্রযুক্তি, ভৌত বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং লাইফ সায়েন্স বিষয়ে গবেষণা উপস্থাপন করেছে নির্বাচিত ৩১৪ শিশু-কিশোর ক্ষুদে বিজ্ঞানী। এর মধ্যে ১৪৬ জন সায়েন্টিফিক পেপার, ৫৯ জন সায়েন্টিফিক পোস্টার এবং ১০৯ জন সায়েন্টিফিক প্রজেক্ট অনলাইন কংগ্রেসে উপস্থাপন করেছে। ক্ষুদে বিজ্ঞানীদের এই গবেষণাগুলো মূল্যায়নের জন্য সায়েন্টিফিক কমিটি মেম্বার হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, শিক্ষক ও বিজ্ঞান কংগ্রেসের বিশেষজ্ঞরা। ২৯ ডিসেম্বর সমাপনি অনুষ্ঠান ও ফলাফল ঘোষণায় এবারে পেপার, পোস্টার ও প্রোজেক্ট ক্যাটাগরিতে মোট ১৬ টি গবেষণাকে বিজয়ী ঘোষণা করা হয়।